কোভিড-১৯ প্যানডেমিক এর কারণে বিশ্বজুড়ে এখন এক অন্য রকম অবস্থা বিরাজ করছে। প্রায় দেড় বছর ধরে লকডাউন, স্বাস্থ্য সচেতনতা এবং নানান রকম বিধিনিষেধে জর্জরিত আমাদের জীবন। বিশ্বজুড়ে চলতে থাকা এ পরিস্থিতি খুব শিঘ্রি হয়তো বদলাচ্ছে না। আন্তর্জাতিক ভ্রমণ অনেকটা বন্ধই বলতে গেলে । সুতরাং ঘরে বসে থেকেই কেমন করে অন্য দেশের সংস্কৃতি সৌন্দর্য উপভোগ করতে হয় বাকি সব কিছুর পাশাপাশি সেটাও অনলাইনে পাওয়ার চেষ্টা ছাড়া উপায় নেই বৈকি!
আজকে আমরা কথা বলবো জাপান নিয়ে। আমাদের অনেকেরই স্বপ্নের দেশ জাপান। লকডাউনে ভ্রমনপিপাসুদের জন্য জাপানে যাওয়া এখন সম্ভব নয়। কিন্তু ঘরে বসে জাপান উপভোগ করায় তো মানা নেই। জাপানিজ এনিমে, জাপানিজ মাঙ্গা হতে পারে এর সবচেয়ে দুর্দান্ত মাধ্যম। নিজস্ব মহিমায় বিশ্ব সংস্কৃতিতে এর স্থান অনেকটা উপরে। এই মাঙ্গা জিনিসটা কী? সহজ কথায়, জাপানিজ কমিকই জাপানিজ মাঙ্গা। সাধারণভাবে আমরা কমিক বলতে যেটা বুঝি সেটা হলো, ছবি আঁকা বই, যেখানে শব্দের পরিমাণ নিতান্ত কম; কেবলমাত্র সংলাপ ব্যবহার করে ছবির মাধ্যমে একটি গল্পকে ফুটিয়ে তোলা হয়। জাপানিজ মাঙ্গার বিশেষ বৈশিষ্ট্য হলো অন্য রকম চিত্র শৈলী যা অন্যান্য কমিক থেকে একদমই আলাদা। অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে তাদের চরিত্রগুলোর গঠন ও পরিস্থিতির বর্ণনাশৈলী তুলে ধরা হয়। জাপানিজ মাঙ্গা স্বমহিমায় বিশ্বজুড়ে সমাদৃত। এবার আসি জাপানিজ এনিমে নিয়ে। অ্যানিমেশন চলচ্চিত্র আমরা সবাই চিনি। জাপানিজ এনিমে হচ্ছে জাপানিজ এনিমেশন। চলচ্চিত্র হলে তা স্বল্পদৈর্ঘ্য বা পূর্ণদৈর্ঘ্য হতে পারে, এছাড়াও জাপানিজ এনিমে সিরিজ ও দুর্দান্ত জনপ্রিয়। জাপানিজ এনিমে অত্যন্ত জনপ্রিয়। বিশেষত তাদের হাতে আঁকা এনিমেশন গুলো আধুনিক যুগের অ্যানিমেশন সংস্কৃতি শুরু হবার প্রায় শ’বছর আগে থেকে স্বয়ংসম্পূর্ণ। বলাই বাহুল্য জাপানিজরা সেই গৌরব এখনো ধরে রেখেছে। এনিমে গুলোর গল্প, ভিজুয়াল, সাউন্ড ডিজাইন, সেট ডিজাইন সবই অনন্য। পাশ্চাত্য এনিমেশনের সাথে এর সবচেয়ে বড় তফাৎ হল এনিমেশন মূলত শিশু-কিশোরদের উপযোগী করে তৈরি করা হয়, কিন্তু এনিমে ছোট-বড় সব বয়সীদের জন্য আলাদা ভাবে তৈরি করা হয়, যা এখনো পাশ্চাত্য অ্যানিমেশনে বেশ বিরল।

studio Ghibli logo


জাপানিজ মাঙ্গা ও এনিমে জাপানিদের সংস্কৃতি বহু আগে থেকে তুলে ধরলেও আন্তর্জাতিকভাবে তা প্রথম উঠে আসে আশির দশকে। স্টুডিও ঘিবলির কারণে একটার পর একটা দুর্দান্ত চলচ্চিত্র আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়তে থাকে। শুরু হয় এক নতুন জাপানিজ ওয়েভ এর।
তাহলে ঘরে বসে তাহলে উপভোগ করার মতো কয়েকটি জাপানিজ এনিমে মাঙ্গার কথা বলা যাক।

১। ডেথ নোট
একদম ডার্ক ফ্যান্টাসি ঘরানার এই এনিমে সিরিজে একটি ছেলের গল্প বলা হয়েছে, যে ঘটনাক্রমে মৃত্যুর দূতের নোটবুক খুঁজে পায়। এ বইতে কারো নাম লিখলে তার মৃত্যু অবধারিত। টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজে মাত্র ৩৭ টি পর্ব রয়েছে।

২। আকিরা
জাপানের দারুণ জনপ্রিয় একটি মাঙ্গা হলো আকিরা। সাইন্স ফিকশন ঘরানা এই মাঙ্গায় ভবিষ্যতের জাপানকে দেখানো হয়েছে। সেইসাথে আছে আমাদের সুপারহিরো। এর একটি এনিমে একশন চলচ্চিত্রও রয়েছে।

৩। ড্রাগন বল
জাপানিজ এনিমে নিয়ে ন্যূনতম ধারণা আছে এমন সবাই ড্রাগন বল এর নাম শুনেছেন। দীর্ঘ এই মাঙ্গা ও লম্বা সময় ধরে চলতে থাকা ফ্যান্টাসি, সুপার হিরো ঘরানার এই এনিমে ৯০ এর প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়। এটিও সর্বকালের সেরা মাঙ্গার তালিকায় থাকবে।

৪। ওয়ান পিস
প্রায় আটশত পর্বের বেশি এই এনিমেটেড সিরিজটি এখনো চলছে এবং প্রায় চল্লিশটি ভাষায় দেশে-বিদেশে অনূদিত হয়েছে। গল্পটি একটি ছেলেকে নিয়ে যে জলদস্যুদের সরদার হতে চায়। কীংবদন্তীর এক গুপ্তধনের খোঁজে নানারকম অ্যাডভেঞ্চার জড়িয়ে পড়ে। সময় থাকলে দেখতে পারেন। নিরাশ হবেন না কথা দিচ্ছি।

৫। নারুতো
এই লিস্টের বাকিগুলোর তুলনায় মাঙ্গাটি বেশ নতুন। গল্পটি একটি ছেলেকে নিয়ে যে তার গ্রামের সবচেয়ে শক্তিশালী নিনজা যোদ্ধা। কয়েকটি ভাগে ও গল্পে তৈরি এনিমে ও মাঙ্গা দুটোই এই প্রজন্মের কাছে সমাদৃত।

৬। অ্যাটাক অন টাইটান
বিশ্বজুড়ে এই মুহূর্তে একটি বিশাল জনগোষ্ঠী এটাক অন টাইটান জ্বরে ভুগছে। মানবজাতির শেষ জনগোষ্ঠী আর মানুষখেকো বিশালদেহী টাইটানদের সাথে তাদের বেঁচে থাকার লড়াই নিয়ে এর গল্প। হাজিমে ইসামায়া রচিত মাঙ্গাটি ২০১৩ সাল থেকে এনিমেতে রুপান্তরিত হয়ে আসছে। মাত্র গত সপ্তাহে ১৩৯ টি অধ্যায় লেখার পর মাঙ্গাটি সমাপ্ত হয়েছে। সাথে এনিমের শেষ সিজন ঘোষিত হয়েছে সামনের শীতকালীন ছুটিতে। মাত্র ৭৫ পর্বের এনিমেটিকে ইতিমধ্যেই অনেকেই সর্বকালের অন্যতম সেরা এনিমের স্বীকৃতি দিয়ে ফেলেছেন।

৭। ফুলমেটাল আলকেমিস্টঃ ব্রাদারহুড
ফ্যান্টাসি অ্যাকশন ঘরানার এই সিরিজ খুব সহজেই অন্যতম সর্বকালের সেরা এনিমে হিসেবে স্বীকৃতি প্রাপ্ত। ভীষণ জনপ্রিয় এ সিরিজ ও মাঙ্গা দুটোই দেশে বিদেশে প্রচুর পুরস্কার জিতে নিয়েছে। একজন নবীন আলকেমিস্ট এর নিজের ভাইকে মৃত্যু থেকে ফিরিয়ে আনার লড়াই নিয়ে এর গল্প।

এছাড়াও আরো অসংখ্য এনিমে ও চলচ্চিত্রের কথা বাদ রয়ে গেলো। তারপরও এগুলো দিয়ে শুরু করা কেন নয়? আপনি যদি এনিমে প্রেমী বা একজন “ওতাকু” হয়ে থাকেন, তাহলে এই গুলো নিশ্চয়ই আপনার ভালো লাগবে। আপনি যদি মাঙ্গা পড়তে ভালোবাসেন, তাহলেও এগুলো পছন্দ করবেন বলে আমাদের বিশ্বাস। আর আপনি যদি লকডাউন এ ঘরে বসে বোর হয়ে থাকেন এবং নতুন কিছু শুরু করতে চান, তবে কেন নয়? দেখে ফেলুন, নিরাশ হবেন না।

প্রসঙ্গত বলে রাখা ভাল, জাপানিজ মাঙ্গা পড়া বা এনিমে সুলভ মূল্যে বৈধভাবে দেখার জন্য এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম CRUNCHYROLL। এতে জাপানিজ মাঙ্গা, এনিমে ও জাপানিজ ড্রামা খুব অল্প খরচেই সাবস্ক্রিপশন বেসিসে আনলিমিটেড পর্যন্ত উপভোগ করার সুযোগ থাকছে। বাংলাদেশের সবচেয়ে কম খরচে Crunchyroll কিনতে চাইলে ক্লিক করুন এখানে _

স্পেশাল ডিসকাউন্ট পেতে “CRUNCHYFOROTAKU” ভাউচারটি ব্যবহার করতে ভুলবেন না যেন!

Ramisha Tasneem

Newsletter & Blogging

Deep Blue Digital®

Leave a comment